Happy Birth Day

Friday, July 22, 2011

বাংলা কৌতুক


 For hot news click here





001

ট্রেনে বিরস বদনে যাচ্ছেন এক ভদ্রলোক, সাথে ৩টা ছোটো ছোটো বাচ্চা, পাশের যাত্রী আগ্রহী হয়ে বললেন, আপনি কি করেন?
আমি কন্ডোমের সেলসম্যান
ও আচ্ছা আচ্ছা খুব ভালো, খুব ভালো
তো ছেলে মেয়েগুলোতে আপনার না কি?
নাহ আমার না,
তাহলে? বিস্মিত ভদ্রলোক প্রশ্ন করলেন
ওগুলো কা
কাস্টোমার কমপ্লেইন

002
এক চার্চে পাদ্রি নির্বাচন করা হচ্ছেমিস্টার জন নির্বাচক, তিনি ঠিক করলেন, যে সবচেয়ে পার্থিব ভোগের উর্ধে তাকেই নেয়া হবে৩ জন প্রার্থী আবেদন করল এখন ৩ জনেরই বিশেষ অঙ্গে ঘন্টা লাগানো হল যাতে ওই জিনিস দাঁড়ালে ঘন্টা বেজে উঠেএইবার তিনজনের সামনে এক সুন্দরীকে এনে প্রথমে বুকের কাপড় খুলে ফেলা হল
বাকিটা ১ম কমেন্টে দেখুন............ একজনের ঘন্টা বেজে উঠল এবং সে বাদ পড়লএইবার সুন্দরীর নিচের কাপড় খুলে ফেলা হলআরেকজনের ঘন্টা বেজে উঠল এবং বাদ পড়ল, রইল বাকী এক
নির্বাচক মিস্টার জন বললেন তার মানে আমরা আমাদের পাদ্রি পেয়ে গেছি, তুমি সমস্ত ভোগ-কাম-লালসার উর্ধে... এইসব বলতে বলতে তাকে জড়িয়ে ধরলেন, সাথে সাথে ঘন্টা বেজে উঠল

No comments:

Post a Comment